পরিমনি মা হতে যাচ্ছেন খবরটি ছিল ১০ জানুয়ারির। সেদিন অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তার বিয়ের খবরও জানিয়েছেন।
দেখতে দেখতে পূর্ণ হয়ে গেল ৮ মাস। মা হওয়ার সময়টাতে কোনো রকম ঝুঁকি নিতে চান না।
তাই অনেকদিন ধরে শুটিং থেকেও বিরত আছেন। স্বামী রাজকে নিয়ে সিনেমা হলে পরান দেখতে গেলেন পরীমনি।
হালকা লিপস্টিক আর সাদা গাউনে হাজির হলেন মাতৃত্বকালীন পোজে।
সবকিছু মিলিয়ে পরীমনিকে পরীর মতোই লাগছে।
এবং পরান ছবি দেখে শরিফুল রাজকে পরান বলে ডাকলেন। এবং স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: