
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আরেকটি বড় স্বপ্ন পূরণ হয়েছে। ১0ই অক্টোবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে JICA-এর অর্থায়নে নির্মিত মধুমতি সেতু (পূর্বে কালনা সেতু নামে পরিচিত), বাংলাদেশের প্রথম স্টিল আর্চ ব্রিজ উদ্বোধন করেন। এই সেতুটি জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি প্রকল্প হিসেবে স্বীকৃত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় বলেন, মধুমতি সেতু এশিয়ান হাইওয়ে নং-১ (এএইচ১) এর অংশ হয়ে যাবে এবং নবনির্মিত সেতুটি এএইচ১-এর শেষ মিসিং লিঙ্কটি পূরণ করেছে।
জনাব ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী; জনাব এ বি এম আমিন উল্লাহ নূরী, সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব ইতো নাওকি এবং জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি জনাব ইচিগুচি তোমোহাইদে অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত জনাব ইতো নাওকি তার বক্তব্যে বলেন, মধুমতি সেতু জাপান ও বাংলাদেশের মধ্যে আরেকটি সফল সহযোগিতা। মধুমতি সেতু চালু হলে ঢাকা ও কলকাতার মধ্যে যাতায়াত খরচ উল্লেখযোগ্য হারে কমবে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: