তানজিম রাব্বি,
সিনিয়র রিপোর্টার,
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কন্টেইনার ডিপোর আশপাশের ৩ থেকে ৪ কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। শেষ খবর জানা পর্যন্ত সীতাকুণ্ডে বিস্ফোরণে আহত ৭০ জনকে ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত মারা গেসে ২৯ জন। আরো বাড়তে পারে। অনেকের হাত পা উড়ে গিয়েছে।
এদিকে আহত ও নিহতদের স্বজনদের আর্তনাতে মেডিকেলের পরিবেশ ভারী হয়ে উঠেছে। রক্তের প্রয়োজনে বিভিন্ন ব্লাড ব্যাংক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে সাহায্য চেয়েছেন।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: