
সাংবাদিকতার আদর্শ থেকে কখনোই বিচ্যুত হবে না দৈনিক ইত্তেফাক। সুনামের সাথে দীর্ঘ সাত দশকের সংগ্রামমুখর যাত্রায় ইত্তেফাক অন্যায়ের সঙ্গে আপস করেনি। ভবিষ্যতেও ইত্তেফাক তার উত্তরাধিকার সূত্রে পাওয়া গণমুখী সাংবাদিকতার পথ থেকে সরে আসবে না এই প্রত্যাশার কথা জানালেন ইত্তেফাক পরিবারের প্রতিটি সদস্য। শনিবার ঢাকাসহ সারাদেশে আগামী দিনগুলিতেও সত্য, ন্যায় ও গণমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে পালিত হলো দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠাবার্ষিকী। দেশবাসীর অকুণ্ঠ সমর্থন, সীমাহীন ভালোবাসায় ৭০ বছরে পা দিলো ‘দৈনিক ইত্তেফাক’।
এ উপলক্ষে কাওরান বাজারের জেনিথ টাওয়ার নিজস্ব ভবনে ইত্তেফাক অফিস ভরে উঠেছিল পত্রিকার শুভার্থী, বন্ধু, বিজ্ঞাপনদাতাদের পদচারণায়। সারাদিন ধরেই উৎসবমুখর পরিবেশে সবাই উদযাপন করলো এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে। দেশের প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: