
কক্সবাজার সমুদ্রসৈকতে নারীদের জন্য বিশেষ জোন তৈরি হলেও বিভিন্ন প্রক্রিয়ায় তা বাতিল করেছে কক্সবাজার জেলা প্রশাসক। সাম্প্রতিক দেশজুড়ে নানা সমালোচনা ও প্রতিক্রিয়ায় সৈকতের লাবণী পয়েন্টে বিজিবি পরিচালিত উর্মি গেস্টহাউস থেকে সিগাল পয়েন্ট পর্যন্ত ১৫০ ফুট এলাকা নিয়ে তৈরি করা হয়েছিল নারী নারী ও শিশুদের জন্য সংরক্ষিত এলাকা।
আজ বুধবার ২৯ ডিসেম্বর রাত দশটায় এইজন্য বাতিলের বিষয়ে নিশ্চিত করে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান।
তোমার খাবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরও জানিয়েছেন জেলা প্রশাসন পর্যটকদের মতামতের উপর সব সময় শ্রদ্ধাশীল।
কক্সবাজার জেলা প্রশাসনের এমন সিদ্ধান্ত গ্রহণে সাধুবাদ জানিয়েছেন অনেকে। তারা জানিয়েছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আলাদা জন হতে পারেনা দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা একে অপর থেকে আলাদা হয়ে কিংবা স্বামী থেকে স্ত্রী আলাদা হয়ে সমুদ্র স্নান করবে এতে নিরাপত্তা চেয়ে অনিরাপত্তার আশঙ্কা ঝুঁকি বেশি রয়েছে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: