
রাজধানীতে গণপরিবহন লোকাল বাসের ভোগান্তি কমাতে প্রাথমিকভাবে ১২০ টি বাস নিয়ে চালু করা হচ্ছে ঢাকা মহানগর পরিবহন চলবে। কেরানীগঞ্জের ঘাটাচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত চলাচল করবে এই পরিবহন গুলো। সব প্রস্তুতি শেষ করে রবিবার থেকে যাত্রা শুরু করবে।
রবিবার সকাল 10 টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলা মরে ঢাকা নগর পরিবহণ উদ্বোধন করা হবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
এরপূর্বে 6 অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছিলেন ঘাটাচর থেকে কাচপুর রুটে পুরনো কোন বাস চলাচল করবে না।
এইদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী সহ সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Newsofdhaka24.com / News Desk
আপনার মতামত লিখুন: