যে সকল দেশে উন্নত রেললাইনের ব্যবস্থা আছে, সেই সকল দেশের নিয়ম-কানুন এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে আলাদা কিছু পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। তারই সূত্র ধরে বাংলাদেশেও মেট্রোরেলের জন্য গঠন করা হচ্ছে আলাদা পুলিশ ইউনিট।
আমাদের দেশে ঢাকাসহ ঢাকার আশপাশে পাঁচটি মেট্রোরেল নির্মিত হচ্ছে। এরমধ্যে যুক্ত হচ্ছে ১২৮ কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা।
এর নিরাপত্তা এবং দেখাশোনার জন্য স্পেশাল ফোর্স গঠন করা হবে। প্রত্যেকটি রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হবে কারণ প্রতিমুহূর্তে যাতায়াত করবে কয়েক হাজার যাত্রী যাত্রী সুবিধার জন্য থাকবে ইলেকট্রিক সরঞ্জাম দোকানপাট এটিএম বুথ।
তবে এই বাহিনীর জন্য ড্রেসকোড ইউনিফর্ম এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। মেট্রোরেল আমাদের দেশের জন্য নতুন ট্রানজিট একটি প্রকল্প। মেট্রোরেলের প্রতিটি কোষে ৪৮ জন করে যাত্রী বসার ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে কি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে ২৩০৮ জন যাত্রী ভ্রমণ করতে পারবে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: