
নাইমুর রহমান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. ওবায়দুল ইসলাম। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, ছাত্র উপদেষ্টা হিসেবে বাংলা বিভাগের প্রফেসর ড. বাকী বিল্লাহ এর পদত্যাগ পত্র ২৮ সেপ্টেম্বর গৃহীত হলে তদস্থলে প্রফেসর ড.ওবায়দুল ইসলাম কে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ড. বাকী বিল্লাহ ছাত্র আন্দোলনে প্রকাশ্যে বিরোধিতা করায় তিনি ক্যাম্পাসে আসলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: