
শনিবার (১ জানুয়ারি) রাতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন মেসার্স কাদির এন্ড সন্স ফিলিং স্টেশনের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপােষ্ট স্থাপন করে। চেকপােষ্ট করাকালীন সময় ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ১২৮ বােতল ফন্সিডিল উদ্ধার করে।
এ সময় বগুড়া জেলার বাসিন্দা মোঃ বকুল আকন্দ (২৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গােপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে। র্যাব জানায় আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Newsofdhaka24.com / মোঃ স্বাধীন ইসলাম মেঘ
আপনার মতামত লিখুন: