• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

স্ত্রীর জটিল হিসাব বনাম গনিতের মৃত্যু


Newsofdhaka24.com ; প্রকাশিত: শুক্রবার, ০৭ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:২৬ পিএম
fun

এক স্বামী তার স্ত্রীর কাছ থেকে ২৫০ টাকা ধার নিল।

তার কিছুদিন পর আবার ২৫০ টাকা নিল। তার কিছুদিন পর স্ত্রী তার স্বামীর কাছে পাওনা টাকা চাইলো।

স্বামী জিজ্ঞেস করলো কতো হয়েছে?

স্ত্রী বলল ৪১০০ টাকা !

কিভাবে? স্বামী জিজ্ঞেস করল।

স্ত্রী খাতায় লিখে ঠিক এভাবেই হিসেব দিল

 

টাকা

+ টাকা

____________________________

মোট- ১০ টাকা

 

স্বামী হতবাক হয়ে ভাবতে লাগলো কোন স্কুলে পড়েছে কে জানে !

স্বামী বুদ্ধি খাটিয়ে ভেবে দেখল যে, যেভাবে গণিত শিখেছে ওকে সেভাবেই শোধ দিতে হবে।

সে ১০০ টাকা দিয়ে স্ত্রীকে দিয়ে জিজ্ঞেস করল আর কতো পাবে খাতায় হিসেব করে দেখাও।

স্ত্রী ঠিক আগের মতো হিসাব করল-

 

টাকা

- টাকা

_______________________________

টাকা

স্ত্রীকে টাকা দিয়ে বলল হিসাব বরাবর !

দুজনেই এভাবে আনন্দিত হয়ে জীবন অতিবাহিত করতে লাগল।

কিন্তু মাঝখান থেকে গণিতের মৃত্যু হয়ে গেল।

Newsofdhaka24.com / Sanjida Akter

বিভাগের জনপ্রিয় সংবাদ