
বাংলাদেশে এইচএসসি পাসের হারে ঢাকা বোর্ড জিপিএ-৫ এ সেরা হয়েছে। এবং ৯ বোর্ডের মধ্যে যশোর বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি।
ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী।
এ বছরে সকল বোর্ডের থেকে পিছিয়ে রয়েছে চট্টগ্রাম বোর্ড পাসের হার ৮৯.৩৯ শতাংশ।
শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ১৩ ফেব্রুয়ারি রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন।
এ বছরে নয় বোর্ডে পাসের হার ৯৫.৫৭ শতাংশ। ১১ বোর্ডে গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।
সর্ব মোট জিপিএ ৫ পেয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৫২২ জন শিক্ষার্থী।
এবার ঢাকা বোর্ড পাশের হার ৯৬.২০ শতাংশ। কুমিল্লা বোর্ডে ৯৭.৪৯, রাজশাহী বোর্ডে ৯৭.২৯, বরিশাল বোর্ডে ৯৫.৭৬, ময়মনসিংহ বোর্ডের ৯৫.৭১, সিলেট বোর্ডে ৯৪.৮০, যশোর বোর্ডে ৯৮.১১, দিনাজপুর বোর্ডে ৯২.৪৩, চট্টগ্রাম বোর্ডে ৮৯. ৩৯ শতাংশ।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: